হোম > জাতীয়

তেলের দাম বৃদ্ধি: লঞ্চেও গুনতে হবে বেশি ভাড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের রেকর্ড দাম বৃদ্ধির প্রভাব পড়বে গণপরিবহনেও। যাত্রী পরিবহনে বাড়বে লঞ্চ ভাড়াও। লঞ্চে ভাড়া বৃদ্ধির পরিমাণ সম্পর্কে একটি ধারণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। 

আজ শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া ২ টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকা ৬২ পয়সা। সে হিসেবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৯ দশমিক ১৮ শতাংশ। 

গতকাল শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে প্রতি লিটারে দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রলে ৪৪ টাকা এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা। শুক্রবার রাত ১২টার পর থেকে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। 

এদিকে আগামী ১০ আগস্টের পর লঞ্চের ভাড়া সমন্বয় করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ লঞ্চের মালিক সমিতি। সংগঠনটির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার দেশের কথা ভাবেনি, নিজেদের কথা ভেবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। লঞ্চ যাত্রী পরিবহনে ভাড়া নির্ধারণ করতে হয় অনেকাংশে তেলের ওপর। তবে আজকেও অন্য দিনের মতো সব রুটে লঞ্চ চলছে। টিকিটের দামও আগের নির্ধারিত মূল্যে রাখা হচ্ছে। দাম বাড়ানোর ওপর এখনো সিদ্ধান্ত নিইনি। দেখি সরকার কী নির্দেশনা দেয়, নইলে আমরা ১০ আগস্টের পর নিজেরা দাম বাড়িয়ে নেব।’

জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি

এজেন্ট নিয়োগ, জাল ভোট ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা ইসির

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে বাংলাদেশের অব্যাহতির চেষ্টা করব: তৌহিদ হোসেন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু হচ্ছে

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল