হোম > বিনোদন > সিনেমা

ইফতার বিক্রিতে ব্যস্ত মাহিয়া মাহি

নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রিতে ব্যস্ত ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। আজ শুক্রবার রমজানের প্রথম দিন বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে ‘রেস্টুরেন্ট ফারিশতা’–এর সামনে থেকে লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিক্রির দৃশ্য দেখান। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্বামী রকিব সরকার। 

গত বছর রেস্টুরেন্ট ব্যবসায় নামেন মাহি। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপাড়া বাজারে মাহির রেস্টুরেন্ট ফারিশতা। গত বছরও মাহিকে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিক্রি তদারকি করতে দেখা গিয়েছিল। 

রেস্টুরেন্টের সামনে থেকে ফেসবুক লাইভে এসে মাহি ইফতার সামগ্রী বিক্রি দেখান। বিভিন্ন সামগ্রীর বর্ণনা দেন। একপর্যায়ে স্বামী রকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, ‘এবার তুমি কিছু বলো।’ রমজানের শুভেচ্ছা জানিয়ে রকিব সরকার বলেন, ‘গত বছরের মতো এ বছরও আমরা ইফতার সামগ্রী নিয়ে এসেছি। ফারিশতায় আছে সব সুস্বাদু এবং মানসম্মত খাবার। আপনারা সবাই আসুন।’ 

গত সপ্তাহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মাহি। যদিও গ্রেপ্তারের দিনেই জামিন পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়। বাসন থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে মাহি ও তাঁর স্বামীকে আসামি করে এ মামলা করেন।

আরও খবর পড়ুন:

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি