হোম > বিনোদন > সিনেমা

প্রথম দিনেই আয় ১৩৪ কোটি রুপির বেশি

‘আরআরআর’-এর পর এবার বক্স অফিস কাঁপাচ্ছে আরেক দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। বহুল প্রত্যাশিত ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমা মুক্তির প্রথম দিন আয় করেছে ১৩৪ কোটি রুপির বেশি। ‘আরআরআর’ কিংবা ‘বাহুবলী ২ ’-এর রেকর্ড ছুঁতে না পারলেও ভেঙেছে অন্য অনেক সিনেমার রেকর্ড।

প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল, মালায়লাম—মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দি ভাষায় সিনেমাটির সংগ্রহ প্রথম দিনে ৫৩ কোটি রুপির বেশি। হিন্দি বলয়ে এর উন্মাদনা চোখে পড়ার মতো।

হিন্দুস্তান টাইমস জানায়, ১৪ এপ্রিল বহুল প্রতীক্ষিত দক্ষিণী তারকা যশ অভিনীত অ্যাকশনধর্মী ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মুক্তি পায়। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। এরই মধ্যে ইঙ্গিত মিলেছে, নির্মিত হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ। 

এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা। ‘কেজিএফ’-এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনিকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার যশ। আরও রয়েছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রাবিনা ট্যান্ডনের মতো অভিনয়শিল্পীরা। 

এই সম্পর্কিত পড়ুন:

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের

প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান

নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা হৃদয়

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক