হোম > অপরাধ

কৃষি সম্প্রসারণের প্রকল্পে কাজ না করেই ১৬ কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালামাল সাপ্লাই না দিয়ে ও ঠিকাদারি কাজ অসম্পন্ন রেখে প্রকল্পের ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর শ্যামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস প্রকল্পে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

আজ সোমবার সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকীর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাজিদ-উর-রোমান ও উপসহকারী পরিচালক মো. জাবেদ হোসেন সজল এই অভিযান পরিচালনা করেন।

দুদক সূত্রে জানা যায়, শ্যামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস নামক ল্যাবরেটরি প্রকল্পের কাজ সম্পন্ন করার আগে অতিরিক্ত অর্থ ছাড়, টক্সিকোলজি ল্যাবে মেশিন সরবরাহ না করে ভুয়া বিল ভাউচারে কাগুজে অর্থ ছাড়, সংস্থাটির ১০টি ল্যাবরেটরির যন্ত্রপাতি কেনাকাটায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এই অভিযান পরিচালনা করে দুদক।

অভিযানের বিষয়ে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, কেন্দ্রীয় এই প্যাকিং হাউসের টক্সিকোলজি ল্যাবে নতুন ১৮টি মেশিন সরবরাহ করার কথা ঠিকাদার প্রতিষ্ঠান কার্নেল ইন্টারন্যাশনালের। মেশিন সরবরাহ না করেই প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় কোষাগার থেকে মেশিন সরবরাহ বাবদ উত্তোলন করে ১১ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা।

দুদকের উপপরিচালক আরও জানান, অভিযানকালে রেকর্ডপত্রের প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভবন নির্মাণে শুধু পাইলিংয়ের কাজ হলেও দুইতলা সিভিল ওয়ার্কের ১২ কোটি টাকার মধ্যে ৪ কোটি ৭৫ লাখ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মালটিবিজ ইন্টারন্যাশনাল।

এ ছাড়া, টক্সিকোলজি ল্যাবের মেশিন সরবরাহ সম্পর্কিত অনিয়মের অভিযোগের সংশ্লেষে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্ট সূত্রটি।

কেন্দ্রীয় প্যাকিং হাউস আধুনিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) এস এম খালিদ সাইফুল্লাহর ফোন নম্বরে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

২০২১ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস আধুনিকায়ন প্রকল্প হাতে নেয় সরকার। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৫৮ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৫ সালের জুনে। তবে প্রকল্পটি শুরু হওয়ার পর থেকেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠতে থাকে।

আরও খবর পড়ুন:

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়