হোম > সারা দেশ > রংপুর

মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বিয়েবাড়িতে সংঘর্ষ, নিহত বরের বাবা 

নীলফামারী প্রতিনিধি

বিয়েবাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে বরের বাবা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে নীলফামারীর জলঢাকা পৌরসভার আমরুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ (৫০) রংপুর সদরের হাজীরহাট উত্তম বাওয়াইপাড়ার বাসিন্দা। এ ঘটনায় কনের বাবা আনারুল ইসলাম ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সঙ্গে নুর মোহাম্মদের ছেলে জোনাব আলীর বিয়ে হয়। এরপর কনে নিয়ে চলে যান বর জোনাব আলী। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ থেকে আড়াই শর বেশি অতিথি আসে। তবে আসার কথা ছিল ১০০ জন অতিথি। এতে খাবারে কিছুটা টান পড়ে। 

হাসান বিন হাসিব নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘বিয়ের পর কনে নিয়ে আগেই চলে যান বর জোনাব আলী। তাঁর বাবা পরের গাড়িতে যাওয়ার সময় কনের বাবাকে মাংস কম দেওয়া হয়েছে ও আপ্যায়ন কম হয়েছে বলেন। এ নিয়ে কনের পক্ষের সঙ্গে বরপক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বরের বাবাকে মারধর করে কনেপক্ষের লোকেরা। পরে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।’ 

এ নিয়ে জানতে চাইলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর আজকের পত্রিকা’কে বলেন, ‘কনের বাবাসহ দুজনকে আটক করা হয়েছে। বরের বাবার মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে বরের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

আরও খবর পড়ুন:

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি