হোম > সারা দেশ > গাজীপুর

রিটার্নিং কর্মকর্তাকে ক্ষণে ক্ষণে অভিযোগ দিচ্ছেন জাহাঙ্গীর 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে 

ভোট গণনার অভিযোগ নিয়ে সন্ধ্যা ৭টায় বঙ্গতাজ অডিটরিয়ামে এসে উপস্থিত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের মুখ্য নির্বাচনী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ৷ আসার পর পরই নানা অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। তার পর থেকে অবস্থান করছেন অডিটরিয়ামেই। বাইরে তাঁর কর্মী-সমর্থকেরা।

বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা করছিলেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। রাত ৮টার কিছুক্ষণ পরেই হঠাৎ করে হাত তুলে কিছু কথা বলতে চান ৷ তবে রিটার্নিং কর্মকর্তা তাতে সায় দেননি ৷ তারপর মঞ্চের কাছাকাছি গিয়ে জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ করে কিছু অভিযোগ উত্থাপন করেন ৷

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার কিছু অভিযোগ আছে ৷ কয়েকটি অনিয়মের কথা আপনাদের জানাতে চাই। বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে, কিন্তু সেসব ফলাফলের প্রিন্টেট কোনো কপি দেওয়া হচ্ছে না প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরসহ।’

জবাবে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়, ‘দেওয়ার কথা তো। দেবে না কেন। প্রিন্টেট কপি না দিলেও সেখানে স্বাক্ষর আছে তো।’

তারপর আবার অভিযোগ করে বলেন, ‘কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের ফলাফল দিলেও মেয়র প্রার্থীদের ফলাফল দিচ্ছে না।’

এই অভিযোগের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি দেখছি ৷ আপনি শান্ত হয়ে বসুন।’

তারপর জাহাঙ্গীর আলম মঞ্চের সামনে থেকে সরে গিয়ে আবার বসেন তাঁর আগের জায়গায়।

গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য