হোম > সারা দেশ > গাইবান্ধা

বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ছুরিকাঘাত করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

ফেরদৌস আহমেদ নেহাল। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাতের মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ফেরদৌস আহমেদ নেহাল (২৫) সাঘাটা উপজেলার হাট ভরতখালী গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেহালকে গ্রেপ্তার করা হয়। ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় সদর থানায় হওয়া মামলায় তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

এ মামলায় আগে এজাহারনামীয় আসামি সুমন, কিরণ ও নাজমুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় ২৪ ফেব্রুয়ারি রাতে ঘুরতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও মেহেদী হাসান এবং যুগ্ম সদস্যসচিব শেফাউর রহমান। এ সময় এক দোকানে এক নারীকে হেনস্তায় বাধা দেন তাঁরা। তখন অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সংগঠনের যুগ্ম সদস্যসচিব মো. আসাদুজ্জামান বাদী হয়ে ওই দিন রাতেই সদর থানায় মামলা করেন। এতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয় ৯ থেকে ১০ জনকে।

হামলায় আহত শফিকুল বলেন, ‘হামলাকারীদের মধ্যে একজন ছিলেন নেহাল। তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমাদের গুরুতর জখম করে। ছুরিকাঘাতে পেটে প্রায় ৫০টি মতো সেলাই পড়েছে। ঘটনার আড়াই মাস পর পুলিশ নেহালকে গ্রেপ্তার করেছে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। জুলাই-আগস্টের আন্দোলনে তিনি গাইবান্ধা ও বগুড়ায় ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেওয়া ছাড়াও নানা অপতৎপরতায় সক্রিয় ছিলেন। কয়েক দিন আগে নেহাল তাঁর ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ সমন্বয়কদের টোকাই বলে সম্বোধন করেছেন। আমি চাই এমন ভয়ানক সন্ত্রাসী যেন কোনোভাবে আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে। হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

আরও খবর পড়ুন:

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের