মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে বিএনপির সমাবেশে উপস্থিত হতে দেখা গেছে। গতকাল সোমবার উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে এই সুধী সমাবেশ ও মতবিনিময় সভা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারী আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরীর আস্থাভাজন ছিলেন। পুরোদস্তুর একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি বেশ সমাদৃত। রাজনৈতিক পট পরিবর্তনের ৫৫ দিনের মাথায় তাঁকে বিএনপির মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন। এ নিয়ে স্থানীয়ভাবে সমালোচনার ঝড় বইছে। দুই দলের অনেক নেতা-কর্মীই বিষয়টা নিয়ে বিব্রত।
গতকাল সোমবার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাদশা ব্যাপারীর বাড়িতে ওই সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁকে স্বাগত জানাতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারীও উপস্থিত হন। পরে সভামঞ্চেও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাঁকে।
একই অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হাওলাদারকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করারও খবর পাওয়া গেছে। একই সঙ্গে এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও কিছু নেতারও বিএনপিতে যোগদানের খবর পাওয়া গেছে।
শেখ নূর উদ্দীন আরও বলেন, ‘৫ আগস্টের পর নূরুদ্দীন মোল্লা হঠাৎ প্রকাশ্যে এসে আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসন করে রাজনীতিতে ফিরতে চেষ্টা করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার দুজন আসামি ইউপি চেয়ারম্যান সোহেল ব্যাপারী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হাওলাদারকে গতকাল দলে নিয়ে বিএনপির কর্মিসমাবেশ করেছেন। এটা দুঃখজনক। তাতে শিবচরে বিএনপির ওপর আস্থা হারাচ্ছে সাধারণ জনগণ। অতিসত্বর হাইকমান্ডকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানাই আমরা।’
এদিকে যোগদান বা সমাবেশে উপস্থিত থাকার বিষয় জানতে সোহেল ব্যাপারী, সজীব হাওলাদারের মোবাইলে একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া যায়। বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের ছাত্র-জনতা মারা গেছে, তাদের হত্যা করা হয়েছে। সেই আসামিদের সঙ্গে বিএনপি নামধারী প্রেতাত্মারা অপতৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আমরা উপজেলা বিএনপি এর তীব্র নিন্দা জানাই। যারা এ কাজ করছে, তাদের বিরুদ্ধে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেবে।’
আরও খবর পড়ুন: