হোম > সারা দেশ > ঢাকা

হল-ক্যাম্পাস ছাড়েননি ঢাকা কলেজ শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি

‘লাশ হয়ে বের হব তবুও ক্যাম্পাস ছাড়ব না’—৫ মে পর্যন্ত ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা করে আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হল-ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশের প্রতিক্রিয়ায় এমনটি বলেছেন শিক্ষার্থীরা।

এই সংবাদ লেখার সময় রাত ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছিল। হল-ক্যাম্পাস ছেড়ে কোনো শিক্ষার্থী যায়নি বলে জানা যায়।

আশিক আব্দুল্লাহ নামের ২০১৮-১৯ সেশনের এক শিক্ষার্থী বলেন, ‘আমার ভাই আহত। ব্যবসায়ীরা আমাদের মারছে। এই মুহূর্তে আমরা কোথায় যাব? আমরা ক্যাম্পাস ছাড়ব না।’ কলেজ প্রশাসনের এ রকম সিদ্ধান্তকে অনৈতিক বলে উল্লেখ করেন এ শিক্ষার্থী।

ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘প্রয়োজনে আমরা লাশ হয়ে বের হব। তবু হল-ক্যাম্পাস ছাড়ব না।’

তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছে এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা ঢাকা কলেজের অধ্যক্ষকে সুন্দর সমাধান করার আহ্বান জানিয়েছি। তিনি যদি না পারেন তাহলে তাঁর পদত্যাগ দাবি করছি।’

সরেজমিনে দেখা যায়, আজ ইফতারের আগমুহূর্তে নিউমার্কেট এলাকার পরিবেশ শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু ইফতারের পরপরই আবারও লাঠি ও দেশীয় অস্ত্র হাতে নিউমার্কেটে অবস্থান নেন ব্যবসায়ীরা। একই সময় শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়। উত্তেজনা থাকলেও সংঘর্ষের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন:

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব