হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড় থেকে আরও ১০০ পরিবারকে সরানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারী আরও শতাধিক পরিবারকে সরানো হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরীর মতিঝরনা ও বাটালি হিল পাহাড় থেকে এ পরিবারগুলোকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয় জেলা প্রশাসন। 

চট্টগ্রাম প্রশাসনের জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর আকবর শাহ থানার ফয়সলেক ঝিল পাহাড়ে অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ১৫০ পরিবারকে নিরাপদ স্থানে পাঠানো হয়। 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল এই তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সাধারণত ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ভারী এবং ৮৯ মিলিমিটার বা তার চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হলে তাকে অতি ভারী বর্ষণ বলে। 

অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে আজ ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছে। 

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারী আরও ৫০ থেকে ৬০ টির মতো ঘর চিহ্নিত করা হয়েছে। এসব ঘর ফাঁকা করতে স্থানীয় কাউন্সিলরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ের পাদদেশে ৯০ ডিগ্রি বরাবর চিহ্নিত ঘরগুলো অতি বৃষ্টিতে চরম ঝুঁকিপূর্ণ।’ 

সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মতিঝরনা-বাটালি হিল এলাকায় অভিযান চালানোর সময় দেখা যায় বেসরকারি এনজিও সংস্থা জাগো ফাউন্ডেশন পাহাড় কেটে স্কুল বানিয়েছে। এটি নিয়ে পরিবেশ অধিদপ্তরে একটি মামলা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন:

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২