হোম > প্রযুক্তি

নিজস্ব সার্চ ইঞ্জিন চালুর পরিকল্পনা অ্যাপলের

নিজস্ব সার্চ ইঞ্জিন চালুর পরিকল্পনা করেছে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। চলতি বছর আসন্ন অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে এই সার্চ ইঞ্জিন চালুর ঘোষণা আসতে পারে। আমেরিকার প্রযুক্তি বিশেষজ্ঞ, লেখক-ব্লগার রবার্ট স্কোবলের এক টুইটের পর থেকেই এই ধারণা জোরালো হয়েছে প্রযুক্তি জগতে। ভারতীয় প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম গ্যাজেটস ৩৬০-এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

রবার্ট স্কোবল তাঁর টুইটে ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আশা করছেন আগামী কিছুদিনের মধ্যেই অ্যাপলের কাছ থেকে একটি চমক প্রত্যাশা করেছেন। স্কোবল জানিয়েছেন, তাঁর এই অনুমান মূলত অ্যাপলের অভ্যন্তরীণ কিছু সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তি তাঁর আগাম অনুমান। 

স্কোবল লিখেছেন, ‘এ যাবৎ চালু করা সকল পণ্যের মধ্যে এটি সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে।’ অনেকের ধারণা, অ্যাপল হেডকোয়ার্টার কূপার্টিনোর এই উদ্যোগ মূলত বিশ্বে ‘সার্চিং’ ব্যবসায় পিছিয়ে থাকায় নিজেদের এগিয়ে নিতে এবং গুগলের সঙ্গে অ্যাপলের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণেই নেওয়া হয়েছে। 

যদিও গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেট সার্চ ইঞ্জিন থেকে কী পরিমাণ লাভ করে তা এখনো অজানা। তবে অ্যালফাবেট যে হিসাব দিয়ে থাকে, তা থেকে ধারণা করা যায়—গুগল সার্চ ইঞ্জিন থেকে ২০২১ সালে অন্তত ২১০ বিলিয়ন ডলার আয় করেছে। 

একটি সূত্র বলছে, অ্যাপল বিশ্বাস করে—তাদের অপারেটিং সিস্টেম আইওএস এবং তাদের ওয়েব ব্রাউজার এরই মধ্যে বিশ্বজুড়ে বিপুল পরিচিতি পেয়েছে। তাই প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, তারা সার্চ ইঞ্জিন ব্যবসায় ভালো করবে। 

দীর্ঘদিন ধরেই অ্যাপলের নিজস্ব ব্রাউজারে গুগলে সার্চ ইঞ্জিন ব্যবহার করে আসছে। এর ফলে, অ্যাপলের তরফ থেকে গুগলকে প্রতিবছর প্রায় ২০ বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়।

প্রযুক্তি সম্পর্কিত খবর পড়ুন:

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি