হোম > খেলা > অন্য খেলা

মালয়েশিয়াকে আটকে দিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপ হকির তৃতীয় ম্যাচে দারুণ চমক দেখালো বাংলাদেশ। আজ ওমানের মাসকটে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে। পয়েন্ট ভাগাভাগি করলেও যুব বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেঁচে রইল বাংলাদেশের।

জুনিয়র (অনূর্ধ্ব-২১) এশিয়া কাপ হকিতে সর্বশেষ তিন বারের মুখোমুখিতে মালয়েশিয়ার বিপক্ষে কখনো জেতেনি বাংলাদেশ। ২০১৫ সালে ৮-০ গোলে হেরেছিল। এরপর ২০২৩ সালে ১-৫ গোলে হার বাংলাদেশের। ২০০৮ সালে হার ১-০ গোলের। সেই মালয়েশিয়াকে আজ আটকে দিল যুবারা। এখন দশ দলের এই টুর্নামেন্টে অন্তত সপ্তম হতে পারলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ।

যদিও প্রথম কোয়ার্টারে লিড নেয় মালয়েশিয়া। দলটির হয়ে দুই মিনিটেই গোল করেন দানিশ দানিয়াল। ২৭ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম। এরপর ৩৬ মিনিটে বাংলাদেশে এগিয়ে যায়। এবার সফলতা এনে দেন মোহাম্মদ হাসান। কিন্তু চার মিনিট পর সমতায় ফেরে মালয়েশিয়া। মোহাম্মদ নরিজাম পেনাল্টি কর্নার থেকে স্কোর ২-২ করেন। আগামী রোববার গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন।

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ

বিশ্বকাপে আজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ