ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদল নিয়ে গুঞ্জন যখন শেষই হচ্ছে না। সম্প্রতি ফুটবল ক্লাবের হয়ে ৭০০ তম গোল করে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন পর্তুগিজ সুপারস্টার। তবুও জা শোনা যাচ্ছে জানুয়ারির ট্রান্সফার মৌসুমেই রোনালদোকে ছেড়ে দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ইউনাইটেড লিজেন্ড ডেভিড বেকহামের দল ইন্টার মায়ামি নাকি রোনালদোকে কিনতে চায়। তারপরও কেন তবে রোনালদোর দল না পাওয়ার গল্প? কারণ এই রোনালদো বাংলাদেশের হকি প্লেয়ার। অবশ্য বাংলাদেশে তার নাম মোটেও অপরিচিত নাম নয়।
বাংলাদেশে হকির ইতিহাসে প্রথমবারের মতো প্লেয়ার ড্রাফটে এই ঘটনা ঘটেছে। হকির চ্যাম্পিয়নস ট্রফির প্লেয়ার ড্রাফট চলেছ। যেখানে ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়দের মাঝে আবির্ভাব হয় রোনালদোর। যার নাম ইমরান আহমেদ রোনালদো।
ড্রাফটের সময় অনুষ্ঠানের সঞ্চালক ফ্র্যাঞ্চাইজি মালিকদের উদ্দেশ্য করে বলছিলেন, ‘বাংলাদেশের রোনালদোকে চাইলে আপনারা দলে রাখতে পারেন!’ তবে এই রোনালদো অবশ্য গোলস্কোরার নয়, মাঠে তিনি গোল ঠেকানোর কাজ করেন। সবশেষ প্রিমিয়ার ডিভিশন হকিতে ওয়ারি ক্লাবের হয়ে খেলেছেন এই গোলরক্ষক। চট্টগ্রামের এই হকি খেলোয়াড় এবার দলই পাননি।