হোম > খেলা > অন্য খেলা

এএইচএফ কাপের সেমিফাইনালে ওমানকে পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জয়ের পর বাংলাদেশ হকি দলের উল্লাস। ছবি: সংগৃহীত

অপরাজিত থেকে এএইচএফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ হকি দল। আজ পুলের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ফলে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পুল পর্ব শেষ করল তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচ জিতলে এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।

জাকার্তার জিবিকে হকি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে কোনো গোল করতে পারেননি মিমো-আশরাফুলরা। তবে চড়াও হয় তৃতীয় ও শেষ কোয়ার্টারে। ৩৯ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন রাকিবুল হাসান। ৪২ মিনিটে আবারও ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এর ঠিক পরের মিনিটে ব্যবধান বাড়ান ফজলে রাব্বি। ৪৯ মিনিটে আরশাদ হোসেন ও ৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শেষ গোলটি করেন নাঈম উদ্দিন।

জোড়া গোল করে ম্যাচসেরা হয়ে রাকিবুল বলেন, ‘আমি এই পুরস্কার আমার পরিবার ও একজন বিশেষ মানুষকে উৎসর্গ করছি। সতীর্থদের ধন্যবাদ, তাদের ছাড়া আমি কিছুই নই।’

শ্রীলঙ্কার আগে পুলে কাজাখস্তান, স্বাগতিক ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ২৫ এপ্রিল সেমিফাইনালে ওমানের বিপক্ষে লড়বে তারা। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে চাইনিজ তাইপে ও কাজাখস্তান।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ