হোম > খেলা > অন্য খেলা

সাকিবদের মতো খেলোয়াড় কেন গড়ে তুলতে পারছে না বিকেএসপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিকেএসপি। ফাইল ছবি

খেলোয়াড় গড়ে তোলার জন্য বিকেএসপির দিকে চোখ থাকে সবার। এখান থেকে উঠে এসেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাহিদ হাসান এমিলি, মামুনুল হক, রাসেল মাহমুদ জিমির মতো খেলোয়াড়েরা। কিন্তু সাম্প্রতিক সময়ে মানসম্পন্ন খেলোয়াড় সেভাবে তৈরি করতে পারছে না ক্রীড়াঙ্গনের আঁতুড়ঘরখ্যাত প্রতিষ্ঠানটি। সে জন্য স্বজনপ্রীতিকেই দুষলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বিকেএসপি তাদের ২১ ডিসিপ্লিনের ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় বসেছিল।

সভা শেষে সংবাদমাধ্যমকে খেলোয়াড়দের মান পড়ে যাওয়ার ব্যাপারে বিকেএসপির মহাপরিচালক বলেন, ‘এই ব্যাপারে বলব, ইনপুট যেমন, আউটপুটও তেমন। বিকেএসপির খেলোয়াড় নির্বাচনের সময় যদি অনুরোধ শুনতে হয়, কেউ আমার আত্মীয়, কেউ আমার বাড়ির পেছনে...তাদের নিয়ে যদি আমি ৪০ শতাংশ নির্বাচনটা অনুরোধের পর্যায়ে নিয়ে আসি, তাহলে আমার কোচদের ৬-৭ বছর বারবার চাপ দিয়েও ওই খেলোয়াড়দের আমি জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে আনতে পারব না। যেটা করতে পারব সেটা হচ্ছে, ভাড়াটে খেলোয়াড়, জেলা-উপজেলা পর্যায়ে খেপ খেলোয়াড় তৈরি করা।’  

গত ডিসেম্বরে বিকেএসপিতে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তবে এবার স্বজনপ্রীতি হয়নি দাবি বিকেএসপি মহাপরিচালকের। তিনি বলেন, ‘এর আগে অবশ্যই হয়েছে (স্বজনপ্রীতি), কিন্তু সর্বশেষ যেটা গত ডিসেম্বরে একটা খেলোয়াড়ও অনুরোধের মধ্য দিয়ে আসেনি। যে মানসম্পন্ন, সে-ই এসেছে (ভর্তি হয়েছে)। ইনশা আল্লাহ, এর ফল আগামী তিন-চার বছরের মধ্যে পাব আশা করি।’

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ

আজই কি তবে রিশাদদের আরও কাছে ব্রিসবেন

পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন গৌরব-তানভীর জুটি

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা