হোম > খেলা > অন্য খেলা

ক্রীড়া উপদেষ্টা মনে করেন, প্রবাসী খেলোয়াড় স্থায়ী সমাধান নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে শুধু প্রবাসী খেলোয়াড় আনাই স্থায়ী সমাধান নয় বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ থেকে শুরু হয়েছে স্বাধীনতা দিবস ভলিবল। শহীদ নূর হোসেন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশি বংশোদ্ভূত অনেক ক্রীড়াবিদ বিশ্বের বিভিন্ন দেশে ভালো খেলছেন। এনএসসি থেকে সব ফেডারেশনকে চিঠি দেওয়া হয়েছে, কীভাবে তাদের দেশে আনা যায়। তবে এটি কোনো স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধান হচ্ছে আমাদের খেলোয়াড় তৈরি করতে হবে। প্রান্তিক পর্যায় থেকে সম্ভাবনাময়ীদের হান্টের মাধ্যমে তৈরি করতে হবে। সেটা হবে স্থায়ী সমাধান। তবে প্রবাসী যারা ভালো করছেন, তাদের পাওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাই না।’

ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার ক্ষমতা হাতে পাওয়ার পরপরই গঠন করে সার্চ কমিটি। আজ ২০ এপ্রিল পর্যন্ত তাদের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে মেয়াদ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘যত দ্রুত পারা যায় ফেডারেশনগুলোকে পুনর্গঠন করা আমাদের লক্ষ্য। সার্চ কমিটিকে আমরা একটা তাগাদা দিচ্ছি, যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা কমিটিগুলো করতে পারি এবং ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরাতে পারি। সেক্ষেত্রে সময় বৃদ্ধির বিষয়টি আমরা বিবেচনা করব এবং সার্চ কমিটির সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব।’

কমিটি গঠনে সতর্কতা অবলম্বন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ফেডারেশনগুলোতে ছিলেন, সেটার কারণে যা হয়েছে, এমনকি আমাদের শুটিং ফেডারেশনের কথা যদি বলি—জুলাই আন্দোলনের সময় ফেডারেশন অস্ত্র-গোলাবারুদ রেখে ফেডারেশনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সহযোগিতায় কিছু ব্যক্তি সেগুলো ছাত্রদের ওপর কাজে লাগিয়েছে। সেক্ষেত্রে আমরা একটু সতর্কতার সঙ্গে কমিটিগুলো গঠন করছি।’

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ