হোম > খেলা > অন্য খেলা

মেদিনার লাফ আর ব্রোলিয়ের শট

এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকের এটাই কি সেরা ছবি? ব্রাজিলিয়ান সার্ফার গ্যাব্রিয়েল মেদিনার এই ছবিটি দিয়ে প্রতিযোগিতার লাইভ বিবরণীতে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছে। ছবিটি দেখলে মনে হবে পানির কয়েক ফুট ওপরে শূন্যে ভাসছেন মেদিনা! 

এটিই প্যারিস অলিম্পিকের এ পর্যন্ত সেরা ছবি হোক বা না হোক, এএফপির ফটোগ্রাফার জোরোমি ব্রোলিয়ে কিন্তু বলছেন ক্যামেরা হাতে এটাই ছিল তাঁর নিখুঁত শট। সার্ফিংয়ের সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর করার পর ঢেউ থেকে বেরিয়ে আসার জন্য লাফ দিয়েছিলেন মেদিনা, তখনই ছবিটি তোলেন ব্রোলিয়ে। তখন তিনিই জানতেন না, তাঁর ছবিটি এত নিখুঁত হবে, হয়ে যাবে ভাইরাল। এমন একটা ছবি তোলার জন্য কত দিনের অপেক্ষা ব্রোলিয়ের! বলছেন, ‘এমনটার জন্য সব ফটোগ্রাফারই অপেক্ষা করে থাকে। গ্যাব্রিয়েল মেদিনা তো জানেনই, ‘কিক অফ’-এর পর তিনি কিছু একটা করবেন। জটিল মুহূর্তটা ছিল কখন তিনি ‘কিক আউট’ করেন সেটা। কখনো তিনি সেটা অ্যাক্রোবেটিক ভঙ্গিতে করে থাকেন এবং এবার তিনি সেটা করেছেন এবং আমি সঠিক সময়েই শাটার টিপেছি।’ 

তোলার পর ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রোলিয়ে। কয়েক ঘণ্টার মধ্যেই সেটিতে ২৪ লাখ লাইভ পড়ে। ব্রোলিয়ের ছবির মতোই আলোচিত ছিলেন সার্ফার গ্যাব্রিয়েল মেদিনা। সিঙ্গেল ওয়েভে এদিন ব্রাজিলিয়ান মেদিনার স্কোর ছিল ৯.৯০! অলিম্পিকের ইতিহাসেই এটি সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর। 
 
তবে মেদিনা আরও ভালো স্কোরের আশা করেছিলেন। এ নিয়ে বললেন, ‘আমার মনে হয়েছিল এটা ১০ হবে। আমি আগে ১০ এ ১০ স্কোর করেছি। এটাকেও সেরকমই মনে হয়েছিল। ঢেউ এত চমৎকার ছিল যে নিশ্চিত ছিলাম এক ১০ হবে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ