হোম > খেলা > অন্য খেলা

বিশ্বসেরাকে হারিয়ে টেন্ডুলকারের মন জিতেছে খুদে দাবাড়ু

বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে ভারতের খুদে দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। এয়ারথিংস মাস্টার্স নামের একটি অনলাইন প্রতিযোগিতায় এই চমক দেখিয়েছে সে। এই ম্যাচ কার্লসেনকে ৩৯ চালে হারায় প্রজ্ঞানন্দ। 

দারুণ এই কীর্তির পর প্রশংসায় ভাসছে প্রজ্ঞানন্দ। তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। টুইটে টেন্ডুলকার লিখেন, ‘প্রজ্ঞা নিশ্চয় এখন দারুণ আনন্দ অনুভব করছে। ১৬ বছর বয়সেই অভিজ্ঞ কার্লসেনকে হারিয়েছে সে। তাও কালো ঘুঁটি নিয়ে খেলে, এটা জাদুকরী ব্যাপার। দীর্ঘ ও সফল ক্যারিয়ারে জন্য তাঁর প্রতি শুভকামনা। তুমি ভারতকে গর্বিত করেছ।’ 

দারুণ এই কীর্তির পর মুহূর্তের মধ্যে সংবাদমাধ্যমগুলোর আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে প্রজ্ঞানন্দ। তাঁর বাবা আরবি রমেশবাবু বলেছেন, প্রজ্ঞা নাকি ঘুমের মধ্যেও দাবা খেলে। তাঁর মন-প্রাণজুড়ে শুধুই দাবা। প্রজ্ঞার লক্ষ্য তাঁর আদর্শ বিশ্বনাথন আনন্দের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। গ্র্যান্ড মাস্টার হওয়ার পর প্রজ্ঞাকে অভিনন্দন জানিয়েছিলেন বিশ্বনাথন। উত্তরসূরির নতুন সাফল্যও গর্বিত করেছে বিশ্বনাথনকে। এক টুইট বার্তায় সাবেক এই বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু লিখেন, ‘নিজেদের প্রতিভা নিয়ে সব সময় গর্বিত। প্রজ্ঞার জন্য দারুণ একটি দিন।’

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ