হোম > খেলা > অন্য খেলা

এগিয়ে গিয়েও ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এগিয়ে গিয়েও ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এগিয়ে থেকেও জাপানের কাছে হেরেছে ৬-৪ গোলে। আরেক সেমিফাইনালে মালয়েশিয়াকে শুটআউটে ৩ (৪)-৩ (৩) ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান।

চীনের ডাজুতে প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোলটি করেন দ্বীন ইসলাম। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় ইসমাইল হোসেনের গোলে। দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল শোধ দিয়ে সমতা ফেরায় জাপান। তবে ৩০ মিনিটে অধিনায়ক মোহাম্মদ আব্দুল্লাহর গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে কোনো গোল না হলেও শেষ কোয়ার্টারে জমে ওঠে খেলা। ৪৬ মিনিটে জাপান সমতা ফেরালেও ৪৭ মিনিটে বাংলাদেশের ব্যবধান ৪-৩ করেন অমিত হাসান। সেই লিড আর বাংলাদেশ ধরে রাখতে পারেনি। শেষ ৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করে ম্যাচ জিতে মাঠ ছাড়ে জাপান।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১৩ জুলাই মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নারী বিভাগে টপ ফোরের শেষ ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে ড্র করে কাজাখস্তানের বিপক্ষে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও একে অপরের মুখোমুখি হবে তারা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ