হোম > খেলা > অন্য খেলা

পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নিল বিশ্ব তায়কোয়ান্দো সংস্থা

ইউক্রেনে হামলার পর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। একের পর এক দেশ ও সংস্থা পুতিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাশিয়াকে অর্থনৈতিকভাবে বর্জনের ডাক দিচ্ছে।  

সেই রেশ ধরে এবার পুতিনের থেকে সম্মানসূচক তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়া হয়েছে। ২০১৩ সালে রুশ প্রেসিডেন্টকে এই সম্মাননা দেওয়া হয়েছিল।

খেলাটির নিয়ন্ত্রক সংস্থা বিশ্ব তায়কোয়ান্দো ফেডারেশন পুতিনের ব্ল্যাক বেল্ট ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতিতে লিখেছে, ‘ইউক্রেনে নিরীহ মানুষের ওপর ঘৃণ্য আক্রমণের প্রতিবাদ করছি আমরা। এ কারণে ভ্লাদিমির পুতিনের নবম ড্যান ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করা হচ্ছে। আমাদের আশা দ্রুত সমস্যার সমাধান হবে ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে। ফেডারেশন আরও সিদ্ধান্ত নিয়েছে, রাশিয়া ও বেলারুশে তায়কোয়ান্দোর কোনো ইভেন্ট আয়োজনকে স্বীকৃতি দেওয়া হবে না। সেই সঙ্গে বিশ্ব তায়কোয়ান্দো অনুষ্ঠানে রাশিয়া ও বেলারুশের জাতীয় পতাকা দেখানো ও জাতীয় সংগীত শোনানো হবে না। আমরা সহিষ্ণু ও সম্মানের পক্ষে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করেছে রাশিয়া। পুতিনের নৃশংসতায় তছনছ হয়ে গেছে ইউক্রেনের একাংশ। যুদ্ধ চলকালীন অবস্থাতেই গতকাল বেলারুশ সীমান্তে দুই দেশের প্রতিনিধিদল বৈঠকে বসে। তবে সুখবর আসেনি।

বিশ্বকাপে জয়ের খোঁজে নামছেন পাকিস্তানের যুবারা

খই খইয়ের ডাবল, পুরুষে সেরা হৃদয়

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে