হোম > খেলা > অন্য খেলা

রুপা জয়ের পরই করোনা পজিটিভ ব্রিটিশ সাঁতারু

প্যারিস অলিম্পিকে সাঁতারে রুপা জয়ের পরই দুঃসংবাদ শুনেছেন অ্যাডাম পিটি। ব্রিটিশ সাঁতারু করোনা পজিটিভ হয়েছেন বলে নিশ্চিত করেছে গ্রেট ব্রিটেন অলিম্পিক দল। 

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে পিটি রুপা জিতেছেন গত পরশু। রৌপ্যপদক জয়ের পরই তিনি জানিয়েছেন, গলার সমস্যায় ভুগছেন। সেই রাতেই পরিস্থিতি আরও খারাপ হয়। ব্রিটেন অলিম্পিক দল জানিয়েছে, পরদিন সকালে করোনা পজিটিভ হয়েছেন। অলিম্পিক দলের বিবৃতিতে বলা হয়, ‘শিগগিরই তিনি প্রতিযোগিতায় ফিরবেন।’ শুক্রবার ব্রিটেন সাঁতারের রিলে দলে অংশ নেওয়ার কথা। 

টোকিওতে গত অলিম্পিকের (২০২১) সময় করোনার জন্য কঠিন প্রটোকল ছিল। তবে তিন বছর আগের মতো এবার প্যারিসে কঠোর নিয়মনীতি নেই, যা তাঁকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে পারে। আয়োজকেরা অসুস্থতার বিষয়টি ভেবে দেখছেন। যদিও ব্রিটেন অলিম্পিক দল অন্যদের থেকে করোনা রোগীকে আলাদা রাখতে কঠোর নীতি অবলম্বন করছে। অলিম্পিক দলটি বলেছে, ‘বহরের সুস্থতার জন্য পরিস্থিতি সঠিকভাবে সামলাতে সর্বাত্মক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।’ 

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন পিটি। তবে গত পরশু ইতালির নিকোলো মার্তিনেঙ্গির কাছে ০.০২ সেকেন্ড ব্যবধানে হেরে স্বর্ণপদক খুইয়েছেন পিটি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ