হোম > খেলা > অন্য খেলা

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে গেল

আজকের পত্রিকা ডেস্ক­

‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ নাম আবার ঢাকা স্টেডিয়াম হয়ে যাচ্ছে। ফাইল ছবি

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনে স্থাপনার নাম পরিবর্তন নতুন কিছু নয়। এবারও পরিবর্তন হচ্ছে অনেক স্টেডিয়ামের নাম। আজ জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, রাজধানীর পল্টনে অবস্থিত ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে’র নাম বদলে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ করা হয়েছে।

১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামের বয়স এখন ৭১ বছর। দীর্ঘ সময়ে স্টেডিয়ামটির নাম ‘ঢাকা স্টেডিয়াম’ থাকলেও ১৯৯৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন স্টেডিয়াম নাম বদলে ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ করা হয়। এত দিন সেটিই ছিল। এখন নাম ‘জাতীয় স্টেডিয়াম’ হয়ে যাচ্ছে।

পাকিস্তান আমলে মূলত ক্রিকেটকে ভাবনায় রেখে স্টেডিয়ামটি নির্মিত হলেও স্বাধীন বাংলাদেশে সব ধরনের খেলাই হয়েছে এই স্টেডিয়ামে। দেশের ক্রিকেট-ফুটবলের ঐতিহাসিক সব ম্যাচের সাক্ষী যেমন হয়েছে, তেমনি ক্রিকেট বিশ্বকাপ, সাফের মতো বড় বড় ইভেন্টও হয়েছে এই স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে পা পড়েছে বিশ্বের কত বড় বড় স্বনামধন্য ক্রীড়াবিদের। ২০০৫ সাল থেকে ক্রিকেট চলে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ফুটবল, অ্যাথলেটিকসের জন্য নিবেদিত হলেও গত চার বছর স্টেডিয়ামটি খেলাশূন্য সংস্কার কাজের জন্য।

শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামই নয়, গত এক সপ্তাহে দেশের ১৫০টি স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে। এর আগে উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। তবে জাতীয় ক্রীড়া পরিষদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি স্টেডিয়ামের নাম সংশ্লিষ্ট উপজেলার নামে করা হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ