হোম > খেলা > অন্য খেলা

মোহামেডানের বর্জন, ফাইনালে মেরিনার্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্ট্রো-ক্লাব কাপ শুরুর আগে থেকেই হকি অঙ্গনে চলছিল উত্তেজনা। দলবদল নিয়ে সে সময় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মেরিনার ইয়াং ক্লাব।

টুর্নামেন্ট শুরুর পর মাঠেই মারামারিতে জড়ান মোহামেডান ও পুলিশ এফসির খেলোয়াড়েরা। সেই ঘটনার জেরে এবার ক্লাব কাপ হকি বর্জনের ঘোষণা দিয়েছে মোহামেডান। সাদা-কালোরা সরে দাঁড়ানোয় না খেলেই ফাইনালে উঠে গেল মেরিনার্স।

সেই মারামারির ঘটনায় এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় মোহামেডান স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে। যার প্রতিবাদে আজ টুর্নামেন্ট বর্জনের কথা জানায় মোহামেডান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মোহামেডানের পক্ষ থেকে বলা হয়, ‘ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে পুলিশ এফসির খেলোয়াড়রা রেফারির ওপর চড়াও হয়ে আক্রমণ করে। কিন্তু হকি ফেডারেশন পুলিশ এফসিকে বড় কোনো শাস্তি না দিয়ে অন্যায়ভাবে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ১ ম্যাচ সাসপেন্ড ও ৫০০০০ টাকা জরিমানা করে। এ বিষয়ে মোহামেডানের পক্ষ থেকে হকি ফেডারেশনের কাছে চিঠি দেওয়া হয়। হকি ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট ও সঠিক সমাধান না পাওয়ায় মোহামেডানের পক্ষ থেকে ক্লাব কাপ হকি ২০২১ টুর্নামেন্ট বয়কট করা হয়েছে।’

পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘মোহামেডানের সকল সাপোর্টারদের পক্ষ থেকে হকি ফেডারেশন ও রেফারিদের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ