প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। সেই আসরে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে বাংলাদেশের দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। হকির বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তাঁরা।
আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিংয়ে সেলিমের শুরুটা ২০১২ সালে। এরপর থেকে এশিয়ান গেমস, এশিয়া কাপ, এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টসহ ৫০-এর বেশি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। শাহবাজের আন্তর্জাতিক অভিজ্ঞতা ১০ বছরের। ম্যাচ পরিচালনা করেছেন ৩৭টি।
ভারতের তামিলনাড়ুতে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরে হবে জুনিয়র হকি বিশ্বকাপ। গত বছর জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।