হোম > খেলা > অন্য খেলা

প্রথমবার যুব হকির বিশ্বকাপে বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে প্রথমবারের মতো যুব হকির বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ ওমানের মাসকটে দারুণ এই জয়ে এমন ইতিহাস গড়ল হকির যুবারা।

এর আগে গত এশিয়া কাপেও থাইদের ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর চলতি বছরের জুনে একই দলের সঙ্গে এএইচএফ কাপে ৪-২ ব্যবধানে জয় পায় লাল-সবুজ জার্সি ধারিরা।

এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শক্ত প্রতিপক্ষ ওমানকে হারিয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে কুলিয়ে ওঠেনি। তবে মালয়েশিয়াকে রুখে বাঁচিয়ে রাখে বিশ্বকাপের স্বপ্ন। এরপর শেষ ম্যাচে চীনের সঙ্গে ড্র করায় গ্রুপে তৃতীয় স্থান নিশ্চিত হয় বাংলাদেশের।

আগামী বছরের শেষ দিকে ভারতে বসবে জুনিয়র হকি বিশ্বকাপের ১৪ তম আসর। এত দিন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৬ দল। আগামী বছরের বিশ্বকাপ হবে ২৪ দল নিয়ে।

এশিয়া কাপ থেকে আগে যেখানে সুযোগ থাকত শীর্ষ তিন থেকে চারটি দলের। এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। তা ছাড়া ভারত বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় সুযোগ বেড়েছে আরও একটি দলের। সব মিলিয়ে এবারের এশিয়া কাপের ১০ দলের ৭টি অংশ নেবে বিশ্বকাপে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ