হোম > খেলা > অন্য খেলা

কেন এই পতন তাঁর

নিজস্ব প্রতিবেদক

অলিম্পিক গেমস শুরু হতে তিন মাস বাকি। বিশ্বমঞ্চে ওঠার আগে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসটা আর্চার রোমান সানার কাছে ছিল এক প্রকার ‘লিটমাস টেস্ট’। অথচ সেই পরীক্ষাতে কেমন খেই হারিয়ে ফেলেছেন অলিম্পিকে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা। সোনা জয় দূরের কথা, একক-দলীয় কোনো ইভেন্টেই পদক জিততে পারেননি এসএ গেমসের তিন সোনাজয়ী এই আর্চার।

৩ এপ্রিল রিকার্ভ বো ইভেন্টের এককে সেমিফাইনালেই ওঠা হয়নি রোমান সানার। অথচ এলিমিনেশনে গড়েছিলেন জাতীয় রেকর্ড। নকআউটে এসেই তালগোল পাকিয়ে গেলো। এককে ব্যর্থতার পর শেষ ভরসা ছিল দলীয় ও মিশ্র ইভেন্ট। এ দুই ইভেন্টেও হয়েছে ভরাডুবি। ব্রোঞ্জের লড়াইতেও হেরে বসে সানার দল আনসার। সবমিলিয়ে তিন পদকছাড়া বাংলাদেশ গেমস শেষ করার হতাশা পেয়ে বসেছে টোকিও অলিম্পিকে সরাসরি জায়গা করে নেওয়া সানাকে।

শুধু বাংলাদেশ গেমসই নন, রোমান সানা নিজের সঙ্গে লড়ছেন গত বছর থেকেই। গেমসে নামার আগে গত মাসে কক্সবাজারের জাতীয় চ্যাম্পিয়নশিপও খালি হাতে ফিরিয়েছে তাঁকে। টানা দুই টুর্নামেন্ট পদকহীনভাবে শেষ করেছেন, ক্যারিয়ারে এমন দুঃসময় খুব কমই এসেছে তাঁর জীবনে!

কিন্তু কেন হঠাৎ রোমানের এই অধপতন? বিশেষ করে অলিম্পিকের মাত্র তিন মাস আগেঅ পর্যাপ্ত অনুশীলন সুযোগ-সুবিধার অভাব না কি চেপে বসেছে প্রত্যাশার চাপ?

চাপ যে আছে সেটা স্বীকার করেননি রোমান সানা। অষ্টম বাংলাদেশ গেমসে আর্চারিতে সোনাজয়ীর দাবি, খারাপ সময়ের বৃত্তে পড়ে গেছেন। তাতে কমেছে আত্মবিশ্বাস। নকআউটে গেলেই কেমন যেন নড়বড়ে হয়ে যাচ্ছে পারফরম্যান্স। সঙ্গে যোগ হয়েছে চোট। ব্যর্থতার ব্যাখ্যায় রোমান সানা বলেছেন, ‘হয়তো ভাগ্য আমার পাশে ছিল না। নকআউটেও আত্মবিশ্বাসের অভাব আছে। একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস ওঠা-নামা করবেই। নিজের কাছেই খারাপ লাগছে যে একবারেই পদক শূন্যভাবে আসর শেষ করেছি। ’

ছাত্রের মলিন পারফরম্যান্সে ভাবনায় পড়ে গেছেন আর্চারি কোচ মার্টিন ফ্রেডরিখ। গেমসে রোমানের পারফরম্যান্স নিয়ে আছে তাঁর মিশ্র অনুভূতি। করোনা মহামারিতে ক্যাম্প বন্ধ হয়ে যাওয়াটাও রোমানের পারফরম্যান্সে অধপতনের বড় একটা কারণ বলে মনে করেন অভিজ্ঞ জার্মান কোচ।

রোমান সানার যত ব্যর্থতা

  • একক-দলীয় কোনো ইভেন্টেই পদক জিততে পারেননি বাংলাদেশ গেমসে
  • ৩ এপ্রিল রিকার্ভ বো ইভেন্টের এককে সেমিফাইনালেই ওঠা হয়নি রোমান সানার।
  • কক্সবাজারের জাতীয় চ্যাম্পিয়নশিপও খালি হাতে ফিরিয়েছে তাঁকে

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ