হোম > খেলা > অন্য খেলা

শ্রীলঙ্কায় চ্যাম্পিয়ন তাহসিন, ভিয়েতনামে রানার্সআপ ফাহাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চ্যাম্পিয়ন ট্রফি হাতে বাংলাদেশি দাবাড়ু তাহসিন। ছবি: ফেসবুক

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র র‍্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। ৭ রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করেন তিনি। ভিয়েতনামে গ্র্যান্ডমাস্টার টু দাবা টুর্নামেন্টে রানার্সআপ হয়েছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। ছয় দাবাড়ুর মধ্যে ১০ রাউন্ড শেষে সাড়ে ৫ পয়েন্ট পেয়েছেন তিনি।

দুটি ম্যাচে জয় বাদে সাত ম্যাচে ড্র করেন ফাহাদ। পাঁচ দেশের তিন গ্র্যান্ডমাস্টার, তিন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ছয়জন খেলোয়াড় ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে এ ইভেন্টে অংশ নেন।

শ্রীলঙ্কায় ওপেন বিভাগে তাহসিন জয় পেয়েছেন সাত ম্যাচের পাঁচটিতে। এ ছাড়া বাংলাদেশের আরেক ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৫ পয়েন্ট নিয়ে হয়েছেন ষষ্ঠ। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও ভারত, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান ও মালদ্বীপ মিলিয়ে ৫৭ দাবাড়ু অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়।

নারী বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক নারী মাস্টার ওয়াদিফা আহমেদ ৩ পয়েন্ট পেয়ে ৩৬তম হয়েছেন।

আফগানদের কাছে হারের পর কি ঘুরে দাঁড়াতে পারবে ওয়েস্ট ইন্ডিজ

বিপিএল ফাইনালে চট্টগ্রামের প্রতিপক্ষ হবে কে

বিশ্বকাপে জয়ের খোঁজে নামছেন পাকিস্তানের যুবারা

খই খইয়ের ডাবল, পুরুষে সেরা হৃদয়

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে