হোম > খেলা > অন্য খেলা

নিষিদ্ধ হলেন দ্রুততম মানব ইসমাইল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক বছরের জন্য নিষিদ্ধ হলেন দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে এই শাস্তি দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। 

গত ২ অক্টোবর থেকে আগামী এক বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবেন ইসমাইল। সর্বশেষ টোকিও অলিম্পিকের জন্য অ্যাথলেটিকসে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে তিনজনকে বাছাই করা হয়েছিল। সেই তালিকায় ইসমাইল ও দ্রুততম মানবী শিরিন আক্তারের সঙ্গে ছিলেন জহির রায়হান। 

শেষ পর্যন্ত ফেডারেশন থেকে জহিরকেই চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছিল। কিন্তু এই বাছাই প্রক্রিয়া নিয়ে ওই সময় প্রশ্ন তোলেন ইসমাইল। সেটারই শাস্তি পেতে হলো দেশের এই দ্রুততম মানবের। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। 

মন্টু বলেছেন, 'শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। তাঁকে শোকজ করা হয়েছিল। সবকিছু যাচাই-বাছাই করে তদন্ত কমিটির প্রস্তাবনা অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে।' 

শাস্তির ব্যাপারে আপিল করার সুযোগ থাকছে ইসমাইলের সামনে। কাল-পরশু ফেডারেশনে চিঠি পাঠাবে নৌবাহিনী। শাস্তির খবর শুনে ইসমাইল নিজেও বলেছেন, 'আমি কী কথা বলেছি, কী করেছি সেটা সবাই জানেন। নৌবাহিনীর পক্ষ থেকেও আমাকে বলা হয়েছে, তারা আমার ব্যাপারে ইতিবাচক। আমার বাহিনীর পক্ষ থেকে চিঠি দুই-এক দিনের মধ্যেই পৌঁছে যাবে।'  

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ