হোম > খেলা > অন্য খেলা

বিশ্ব রেকর্ড গড়া ফেবারিট লেডেকির এমন হার 

রিও অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন কেটি লেডেকি। অলিম্পিকে এখন পর্যন্ত ৫ সোনা জেতা এই মার্কিন সাতারু এবারের টোকিও অলিম্পিকেও ছিলেন অন্যতম ফেবারিট। কিন্তু ৪০০ মিটার ফ্রি স্টাইলে মুকুট ধরে রাখতে পারলেন না ২৪ বছর বয়সী লেডেকি। 

অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাসের কাছে হেরে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লেডেকিকে। ক্যারিয়ারে এই প্রথম ব্যক্তিগত ইভেন্টে হারের স্বাদ পেলেন এই মার্কিন সাতারু। ফাইনালে প্রথম ৩০০ মিটারেও অবশ্য তিনিই এগিয়েছিলেন। এরপরই পুলে ঝড় তুলে লেডেকিকে ধরে ফেলেন টিটিমাস। পরের ৫০ মিটারে পেছনে ফেলেন লেডেকিকে। 

শেষ ৫০ মিটারে জমে উঠে লড়াই। টিটিমাসকে ধরতে প্রাণপণ চেষ্টা চালান যান লেডেকি তবে ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। ৩ মিনিট ৫৬.৬৯ সেকেন্ড সময় নিয়ে ওশেনিয়া অঞ্চলের রেকর্ড গড়ে সোনা জিতে নেন টিটিমাস। জেতার পর ২০ বছর বয়সী টিটিমাস যেন নিজেকে বিশ্বাস করতে পারছিল না! তিনি বলেছেন, ‘আমি সত্যিই এটা বিশ্বাস করতে পারছি না। আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যেকোনো কিছুর চেয়ে এটা আমার কাছে বিশেষ কিছু। সে (লেডেকি) যে মানদণ্ড দাঁড় করিয়েছে সেটি বাদ দিলে আমি এত দূর আসতে পারতাম না।’ 

টিটিমাসের চেয়ে ০.৬৭ সেকেন্ড সময় বেশি নিয়ে রূপা জিতেছে লেডেকি। আর চীনের বিংজি লি ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ১.০৮ সেকেন্ড সময় নিয়ে।

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ

বিশ্বকাপে আজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে এআইইউবি’র ব্রোঞ্জ জয়

কোচ ছাড়াই বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশ

জার্মানিকেও গুঁড়িয়ে দিল বাংলাদেশ

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

টিটিতে ভালো ভবিষ্যৎ চান তাঁরা