সবচেয়ে কম বয়সে আম্পায়ার হয়ে রেকর্ড করল ৭ বছরের এক ছেলে। লুইজিয়ানায় এক বেসবল টুর্নামেন্টে আম্পায়ারিং করে গিনেজ বুকে নাম লিখিয়েছে লাথান উইলিয়ামস।
লুইজিয়ানায় এক বেসবল টুর্নামেন্টের আয়োজন করেছে এপিবেসবল। এই টুর্নামেন্টে আম্পায়ারিং করছে ৭ বছরের এক ছেলে। লাথানের আম্পায়ারিংয়ের ছবি তুলে সামাজিকমাধ্যমে ভাইরাল করেন তার মা-বাবা।
৫ বছর বয়স থেকে স্থানীয় বেসবল খেলায় আম্পায়ারিং করছে উইলিয়ামস। ‘লিটল লিগ টিম’ নামে স্থানীয় এক দলে খেলছে সে। আগামী বুধবার গোনজালেসের স্টিভেনস পার্কে দুটি ম্যাচে আম্পায়ারিং করতে পারে লাথান।