হোম > খেলা > অন্য খেলা

সেরা অ্যাথলেট নাজমুল-বর্ষা, ৩২ বছরের রেকর্ড ভাঙল নৌবাহিনী

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় অ্যাথলেটিকসে সেরা নাজমুল হোসেন রনি ও বর্ষা খাতুন। ছবি: সংগৃহীত

২১ সোনা, ১৭ রুপা ও ১২ ব্রোঞ্জ মিলিয়ে ৫০ পদক পেয়ে দলগত সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর প্রাপ্তি ১৯ সোনা, ১৯ রুপা ও ১৯ ব্রোঞ্জসহ মোট ৫৭ পদক। ৩টি করে রুপা ও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনের ইভেন্টগুলো হয়েছে।নাজমুল হোসেন রনি ও বর্ষা খাতুন প্রতিযোগিতার দ্বিতীয় দিনে কীর্তি দুটি গড়েন। পুরুষ ৪০০ মিটার হার্ডলসে ৫০ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে নাজমুল ভাঙেন ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনীর আব্দুর রহিম নঈমের রেকর্ড (৫১ দশমিক ৮৭ সেকেন্ড)।

মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা ১ মিনিট ৪ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়েছেন। তাতে ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর লিবিয়া খাতুনের রেকর্ড (১ মিনিট ৪ দশমিক ৭০ সেকেন্ড) নিজের করে নেন।

৪০০ মিটার রিলেতে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে নৌবাহিনীর মেয়েরা। দলের শিরিন আক্তার, সাবিহা আল সোহা, নুসরাত জাহান রুনা ও নাথেরা খাতুন সময় নিয়েছেন ৩ মিনিট ৫১ দশমিক ৬২ সেকেন্ড। ১৯৯৩ সালে বিজেএমসির নাছিমা, সুবনা, মনিয়া ও সুমিতা ৩ মিনিট ৫৫ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন।

পোলভল্টের ছেলেদের বিভাগে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৌরভ মিয়া। ৪.৫০ মিটার লাফিয়ে তিনি ভেঙেছেন ২০০৬ সালে বাংলাদেশ নৌবাহিনীর হুমায়ুন কবিরের (৪.৩৫ মিটার) রেকর্ড।

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ