হোম > খেলা > অন্য খেলা

মেয়াদ বাড়ছে না সার্চ কমিটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গত বছর ২৯ আগস্ট সার্চ কমিটি গঠন হয়েছিল। ২০ এপ্রিলের মধ্যে তাদের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হলেও পরে তা বাড়ানো হয় গতকাল ১০ মে পর্যন্ত। তবে মেয়াদ আর বাড়ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

৫৩ ফেডারেশনের মধ্যে এখন পর্যন্ত ২৯ টির অ্যাডহক কমিটি দিতে পেরেছে জাতীয় ক্রীড়া পরিষদ। শুটিং ফেডারেশনের কমিটি এখনো দেওয়া হয়নি। যে কারণে খেলাও বন্ধ হয়ে রয়েছে। তবে সার্চ কমিটি সবগুলো ফেডারেশনের অ্যাডহক কমিটি সুপারিশের কাজ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’-এর উদ্বোধন করতে এসে তিনি বলেন, ‘যে ফেডারেশনের কমিটিগুলো প্রস্তাব দেওয়ার কথা ছিল তা সম্পূর্ণ হয়ে গেছে। যেহেতু আজ (গতকাল) কার্যদিবস ছিল না, পরবর্তী কার্যদিবসে তারা জমা দেবে। সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। প্রায় সাত মাস হয়ে গেছে। আমাদের আরও কিছু কাজ সংস্কারের বাকি আছে। ক্রীড়া পরিষদ থেকে ওই সংক্রান্ত একটি কমিটি করে আমরা কাজ করব।’

সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা  বলেন, ‘আমরাও চাই না মেয়াদ বাড়ুক। আসলে আমাদের মূল কাজটা হলো গঠনতন্ত্র নিয়ে।’

এদিকে, সাঁতার ফেডারেশনের প্রতিভা অন্বেষণকে সাধুবাদ জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাঁতার আমাদের জাতীয় জীবনের সঙ্গে জড়িত। সাঁতার ফেডারেশনের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই। এ রকম প্রতিভা অন্বেষণ হলে ভালো মানের খেলোয়াড় আমরা খুঁজে পাব।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন ইলেকট্রনিক স্কোর বোর্ডের সংস্কার ও গ্যাসলাইন সমস্যা সমাধানে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন গৌরব-তানভীর জুটি

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক