বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের ক্ষমতায় পট পরিবর্তনের পর বেশ কিছু ক্রীড়া ফেডারেশনের সভাপতি পদে পরিবর্তন এসেছে। তবে এবার সরকার একযোগে দেশের ৪৪টি ক্রীড়া ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছে।
আজ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস. এম. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এক সঙ্গে এতগুলো ফেডারেশনের সভাপতিকে অব্যাহতির দেওয়ার কথা বলা হয়েছে। ৪৪টি ফেডারেশনের তালিকা দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/অ্যাসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্য নিম্নবর্ণিত ফেডারেশন/অ্যাসোসিয়েশন/বোর্ড/সংস্থার সভাপতিদের অব্যাহতি দিয়েছে।’
এই ৪৪টি ফেডারেশনের মধ্যে যেমন আছে ব্যাডমিন্টন, শুটিং, হ্যান্ডবল, টিটি, জিমন্যাস্টিকস, আর্চারি, ভারোত্তলন ফেডারেশন, তেমনি আছে থ্রোবল, রোইং, ঘুড়ি কিংবা কান্ট্রি গেমসের মতো খেলার ফেডারেশনও।