হোম > খেলা > অন্য খেলা

দ্বিতীয় সোনা জয়ের পথে ব্রাজিল

২০১২ অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে সোনা জিতেছিল মেক্সিকো। ৯ বছর পর টোকিও অলিম্পিকে ব্রাজিলের সামনে সুযোগ ছিল সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার। সেমিফাইনালে মেক্সিকোকে টাইব্রেকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দারুণভাবেই সেই শোধ নিয়েছে দানি আলভেসের দল।

কাশিমা সকার স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ব্রাজিলের এই জয় অবশ্য সহজে আসেনি। ম্যাচের নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচের ডেডলক ভাঙতে পারেনি কোনো দল। পরে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে ম্যাচ জেতে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই বল দখলের সঙ্গে আক্রমণেও এগিয়ে ছিল ব্রাজিল। তবে কখনো মেক্সিকান গোলকিপার গিলেরমো ওচোয়ার দৃঢ়তায়, আবার কখনো নিজেদের ব্যর্থতায় গোল মুখ খুলতে পারেনি ব্রাজিল। সুযোগ কাজে লাগাতে পারেনি মেক্সিকোও। শেষ পর্যন্ত গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকে।

টাইব্রেকে ব্রাজিলের হয়ে গোল করেছেন অধিনায়ক আলভেস, মার্তিনেল্লি, গুইমারায়েজ ও রেইনার। বিপরীতে মেক্সিকোর এদুয়ার্দো আগুইয়োর শট গোলকিপার সান্তোস ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। গোল করতে ব্যর্থ হন হোয়ান ভাসকেজও। আর কার্লোস রদ্রিগেজ লক্ষ্যভেদ করলেও ততক্ষণে ম্যাচের ফল নিশ্চিত হয়ে গেছে। ৪-১ গোলে এই জয়ে টানা তিন বার অলিম্পিকের ফাইনালে উঠল ব্রাজিল।

২০১৬ রিও অলিম্পিকের পর ব্রাজিলের সামনে আবারও অলিম্পিকে সোনা জয়ের হাতছানি। দ্বিতীয় সেমিফাইনালে জাপান-স্পেনের মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনালে সোনা জয়ের লড়াইয়ে নামবে ব্রাজিল।

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ

বিশ্বকাপে আজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে এআইইউবি’র ব্রোঞ্জ জয়

কোচ ছাড়াই বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশ

জার্মানিকেও গুঁড়িয়ে দিল বাংলাদেশ

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

টিটিতে ভালো ভবিষ্যৎ চান তাঁরা