হোম > খেলা > অন্য খেলা

অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না ভেনাস

অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না ভেনাস উইলিয়ামস। চোটে পড়ায় টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ভেনাস।

ভেনাস এবারের অস্ট্রেলিয়ান ওপেনে সুযোগ পেয়েছিলেন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। অকল্যান্ড ক্লাসিক খেলে অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আর সেই ওয়ার্মআপ টুর্নামেন্টেই চোটে পড়লেন সাতবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই নারী টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেন তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ভেনাসের নাম প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছে। টুর্নামেন্টটি এক বিবৃতিতে জানিয়েছে, নিউজিল্যান্ডে এএসবি ক্লাসিকে চোটে পড়েছেন ভেনাস উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেন থেকে তাই নিজের নাম সরিয়ে নিয়েছেন।

আগামী ১৬ জানুয়ারি শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। শেষ হবে ২৯ জানুয়ারি। ভেনাস সাতবার নারী গ্র্যান্ড স্লামের মধ্যে পাঁচবার জিতেছেন উইম্বলডন ওপেন আর দুবার জিতেছেন ইউএস ওপেন। দুবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে গিয়েও জেতা হয়নি এই টুর্নামেন্ট। তবে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবল গ্র্যান্ড স্লাম জিতেছেন চারবার।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ