হোম > খেলা > অন্য খেলা

মারা গেছেন কোমায় যাওয়া সেই দক্ষিণ আফ্রিকান বক্সার

ডাব্লুবিএফ আফ্রিকান লাইটওয়েটের শিরোপা লড়াইয়ে রিংয়ে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার পেশাদার বক্সার সিমিসো বুথেলেজি। রিংয়ে সিমিসো বুথেলেজির প্রতিপক্ষ ছিলেন সিফেসিহলে মনতুংওয়া। ম্যাচের একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে শূন্যে ঘুষি চালাতে থাকেন সিমিসো। এরপরই কোমায় চলে যান তিনি। কোমা থেকে শেষ পর্যন্ত আর ফেরা হয়নি সিমিসোর। চলে গেছেন না ফেরার দেশে।

রিংয়ে অসুস্থ হওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিমিসোকে। তখন চিকিৎসকেরা জানান, মাথায় আঘাতের কারণে সিমিসোর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণেই শেষ পর্যন্ত মারা গেছেন তিনি। দুই সপ্তাহ আগে প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিদ্যায় স্নাতক সম্পন্ন করেছেন এই বক্সার। পরিবার সিমিসোর এই অবস্থা সম্পর্কে কিছুই বুঝতে পারছে না। কেন এবং কীভাবে এটা ঘটেছে, তা কেউই বুঝতে পারছে না।  

সামাজিক যোগাযোগমাধ্যমে এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে সিমিসোই শুরুতে প্রতিপক্ষের ওপর চড়াও হয়েছিলেন। চূড়ান্ত রাউন্ডের কয়েক সেকেন্ড যেতেই সিমিসো প্রতিপক্ষ মনতুংওয়াকে রিংয়ের বাইরে ছিটকে ফেলে দেন। এরপরই রিংয়ের ছবিটা বদলে যায়। সিমিসো তাঁর প্রতিপক্ষের দিকে না গিয়ে রেফারির দিকে তেড়ে যান এবং ঘুষি মারতে শুরু করেন, যা সম্প্রচারকারীদেরও বিভ্রান্ত করে দেয়।  

ভিডিওর শেষ দিকে দেখা যায় সিমিসো রিংয়ের এক কোণে গিয়ে বাতাসে ঘুষি মারতে শুরু করেন। তখন রেফারি খেলা থামিয়ে দেন এবং মুনতুংওয়াকে জয়ী ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, রিংয়ের মধ্যে কিছু একটা হয়েছিল, যার রহস্য এখনো উন্মোচিত হয়নি।

খই খইয়ের ডাবল, পুরুষে সেরা হৃদয়

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা