হোম > খেলা > অন্য খেলা

শীতকালীন অলিম্পিকে আবারও ডোপ বিতর্কে রাশিয়া

ডোপ সংক্রান্ত নিয়ম ভাঙায় বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটদের নিজেদের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত ছাড়াই অংশ নিতে হচ্ছে। কিন্তু এর মধ্যে আবারও তারা ডোপ বিতর্কের জন্ম দিয়েছে।

বিতর্কের কেন্দ্রে ১৫ বছর বয়সী রাশিয়ার উঠতি ফিগার স্কেটিং তারকা কামিলা ভালিয়েভা। সোমবার রাশিয়ার দলগত স্কেটিং বিভাগে সোনাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ভালিয়েভা। কিন্তু তাঁদের পদক দেওয়ার অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে আইনগত কারণে।

তবে রাশিয়ার সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, ভালিয়েভার ডোপ পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। এ বিষয়ে এখনো আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা বা রুশ অলিম্পিক সংস্থার কোনো প্রতিক্রিয়া দেয়নি। কেউ কেউ আবার বলছে, যে ওষুধের জন্য ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন ভালিয়েভা, সেটি হৃদ্‌যন্ত্র-সংক্রান্ত সমস্যায় ব্যবহার করা হয়।

রাশিয়ার মুখপাত্র বলেছেন, ‘এই ধরনের যে কোনো সংবাদের সূত্র হওয়া উচিত আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। অর্থাৎ তাঁদের ইঙ্গিত, যা রটছে সেটা সত্য নয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ‘‘যাঁরা এই নিয়ে হইচই করছেন, তাঁদের দলে আমরা নেই। আমরা শুধু চাই আমাদের অ্যাথলেটরা সোনা জিতুক।’

এদিকে বিতর্কে জড়ানোর পরও সেদিকে কান দিচ্ছেন না ভালিয়েভার। বৃহস্পতিবার তাঁকে অনুশীলনে দেখা গিয়েছে। কোচের সঙ্গে হাসিঠাট্টা করতেও দেখা গেছে।

আজই কি তবে রিশাদদের আরও কাছে ব্রিসবেন

পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন গৌরব-তানভীর জুটি

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়