ডোপ সংক্রান্ত নিয়ম ভাঙায় বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটদের নিজেদের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত ছাড়াই অংশ নিতে হচ্ছে। কিন্তু এর মধ্যে আবারও তারা ডোপ বিতর্কের জন্ম দিয়েছে।
বিতর্কের কেন্দ্রে ১৫ বছর বয়সী রাশিয়ার উঠতি ফিগার স্কেটিং তারকা কামিলা ভালিয়েভা। সোমবার রাশিয়ার দলগত স্কেটিং বিভাগে সোনাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ভালিয়েভা। কিন্তু তাঁদের পদক দেওয়ার অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে আইনগত কারণে।
তবে রাশিয়ার সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, ভালিয়েভার ডোপ পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। এ বিষয়ে এখনো আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা বা রুশ অলিম্পিক সংস্থার কোনো প্রতিক্রিয়া দেয়নি। কেউ কেউ আবার বলছে, যে ওষুধের জন্য ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন ভালিয়েভা, সেটি হৃদ্যন্ত্র-সংক্রান্ত সমস্যায় ব্যবহার করা হয়।
এদিকে বিতর্কে জড়ানোর পরও সেদিকে কান দিচ্ছেন না ভালিয়েভার। বৃহস্পতিবার তাঁকে অনুশীলনে দেখা গিয়েছে। কোচের সঙ্গে হাসিঠাট্টা করতেও দেখা গেছে।