হোম > খেলা > অন্য খেলা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শিরোপা থাকল বাংলাদেশের ঘরে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেষটায় মনে হচ্ছিল ম্যাচটা ঘুরিয়ে দিচ্ছে কেনিয়া। শেষ মিনিটে বাংলাদেশের স্কোর তখন ৩২, কেনিয়ার ৩১। শেষ মিনিটে দুই পয়েন্ট নিয়ে ম্যাচের ফল পাল্টে দিলেন মোহাম্মদ রাজিব। ৩৪-৩১ পয়েন্টে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের টানা দ্বিতীয় শিরোপা নিজেদের ঘরেই রাখল স্বাগতিক বাংলাদেশ। 

গত বছর এই টুর্নামেন্টের প্রথম আসরে এই কেনিয়াকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল স্বাগতিকেরা। সেবারও দুই দলের লড়াইটা ছিল সমানে সমানে। শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে আজও লড়াইটা বেশ জমিয়ে তুলল আফ্রিকান দেশটি। 

এক লোনাসহ প্রথমার্ধে ১৭-১৪ পয়েন্টে এগিয়ে ছিলেন তুহিন তরফদার-রাজিবরা। দ্বিতীয়ার্ধেও আরেকটি লোনা পায় বাংলাদেশ। ২৬ মিনিটেও কেনিয়ার থেকে বাংলাদেশ এগিয়ে ছিল পাঁচ পয়েন্ট ব্যবধানে। কিন্তু সেখান থেকেই খেলাটা জমিয়ে তোলে কেনিয়া। বাংলাদেশের খেলোয়াড়দের ভুলে ব্যবধানটা শেষ সময়ে কমে দাঁড়ায় মাত্র এক পয়েন্টে। 

তবে শেষ মিনিটে রেইডার রাজিবই গড়েছেন ব্যবধান। দলকে জিতিয়েছেন টানা দ্বিতীয় শিরোপা। দারুণ খেলে ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন রাজিব। অধিনায়ক তুহিন তরফদার হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্যাচার।

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ