এশিয়ান গেমসের বাছাইপর্বের ফাইনালে ওমানে উড়ে গিয়েছিল বাংলাদেশ। ৬-২ গোলে হারা সেই ম্যাচের এক সপ্তাহ পরই প্রতিশোধ নিলেন রাসেল মাহমুদ জিমিরা। এশিয়া কাপের গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে ওমানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো হয় হাড্ডাহাড্ডি। জাকার্তায় আজও ম্যাচটা ঝাঁজালোই হলো। দুই দলের লড়াই হয়েছে সমানে সমান।
ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করে দলকে এগিয়ে নেন। ১৭ মিনিটে ম্যাচে সমতায় ফেরে ওমান। আক্রমণ থেকে ফিল্ড গোলে ওমানের আল ফাজারি রাশেদ গোল করেন।