হোম > খেলা > অন্য খেলা

টানা দুই ম্যাচ জয়ের পরও যে কারণে পয়েন্ট পেল না কানাডা

প্যারিস অলিম্পিকে কানাডা নারী ফুটবল দলকে দুর্ভাগাই বলতে হবে। টানা দুই ম্যাচ জয়ের পরও যে পয়েন্টের খাতাই খুলতে পারল না তারা। পয়েন্ট যোগ করা নয়, বরং শোধ করতে মাঠে নামতে হয়েছে তাদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে জয়ের পর গতকাল দ্বিতীয় ম্যাচে সেঁত এতিয়েনে ফ্রান্সকেও ২-১ ব্যবধানে হারিয়েছে কানাডা। তবে দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট পায়নি এই দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির শাস্তিস্বরূপ কানাডা নারী ফুটবল দলের ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ফিফা। অর্থাৎ ৬ পয়েন্ট শোধ হয়ে যাওয়ায় এখন শূন্য পয়েন্ট থেকে শুরু করবে কানাডা।

ফ্রান্সের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর যোগ করা সময়ের ১২তম মিনিটে কানাডাকে জয়সূচক গোলটি এনে দেন লিঁওর সেন্টারব্যাক ভ্যানেসা জাইলস।  

ম্যাচের পরও হতাশ জাইলস বলেন, ‘আমাদের এমন শাস্তি দেওয়া হয়েছে, যেন ডোপিংয়ে ধরা পড়েছি।’ আর ম্যাচে কানাডার হয়ে প্রথম গোল করা জেসি ফ্লেমিং বলেন, ‘মনে হচ্ছে গোটা পৃথিবী এখন আমাদের প্রতিপক্ষ।’

অবশ্য পয়েন্টশূন্য থাকার পরও এখনো শেষ আটে খেলার সুযোগ আছে কানাডার। এবারের অলিম্পিকে ১২ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা দুটি দলের পাশাপাশি তৃতীয়দের মধ্যে সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। শেষ আটে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে হবে কানাডাকে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ