হোম > খেলা > অন্য খেলা

হকির এশিয়া কাপে নেই বাংলাদেশ, ব্যর্থতার কারণ খুঁজবে ক্রীড়া পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হকিতে বাংলাদেশের ব্যর্থতার কারণ খুঁজবে ক্রীড়া পরিষদ। ছবি: সংগৃহীত

টানা চারবার চ্যাম্পিয়ন হলেও এএইচএফ কাপে এবার শিরোপা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্ট শেষ করতে হয়েছে তৃতীয় হয়ে। যে কারণে ৪৩ বছরের ইতিহাসে প্রথমবার হকির এশিয়া কাপে সুযোগ পায়নি বাংলাদেশ। এমন ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ পরিচালক (ক্রীড়া) মো. হুমায়ূন কবীরকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া এনএসসির চেয়ারম্যানের (যুব ও ক্রীড়া উপদেষ্টা) একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সদস্য এবং সহকারী পরিচালক (ক্রীড়া) সাজিয়া আফরিন এই কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন।

এএইচএফ কাপের ক্যাম্পে রাসেল মাহমুদ জিমির ডাক না পাওয়া বেশ বিস্ময়ের জন্ম দেয়। অভিজ্ঞ এই খেলোয়াড় বাদ পড়েন বয়সের অজুহাতে। ৩২ বছরের বেশি বয়সী দলে সুযোগ পাবেন না এমন অলিখিত নিয়ম করে হকি ফেডারেশন। এর পেছনে কার দায় আছে, সেটা খতিয়ে দেখবে এনএসসি।

এএইচএফ কাপে পুল পর্বে দারুণ খেলছিল বাংলাদেশ। চার ম্যাচের চারটিতেই জয় তুলে নেয়। তবে সেমিফাইনালে ওমানের কাছে হেরে বসে ৫-৪ ব্যবধানে। এশিয়া কাপের টিকিট পেতে ফাইনালে উঠতে হতো বাংলাদেশকে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ