হোম > খেলা > অন্য খেলা

ফাইনালের আগে সোনা নিশ্চিত বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানের মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে মাঠে নামার আগেই সোনা  জয়ের সুভাস পাচ্ছে বাংলাদেশ। কেননা ফাইনাল মঞ্চে লড়াই করতে যাওয়া দুজনই বাংলাদেশি আর্চার দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। আগামী শনিবার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবেন তাঁরা। 

থাইল্যান্ডের ফুকেটে কোয়ালিফিকেশন রাউন্ডে খানিকটা হতাশ করলেও ফাইনালে যেতে খুব একটা বেগ পেতে হয়নি দিয়াকে। তবে তাঁর অন্য প্রতিদ্বন্দ্বী নাসরিনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ফাইনালে জায়গা করে নিতে হয়েছে। 

কোয়াটার ও সেমির লড়াইয়ে ভারতের দুই আর্চারকে হারিয়েছেন দিয়া। কোয়াটারে ভারতের রিধিকে৬-৪ সেটে ও সেমিতে পুনিয়া তিশাকে ৭-৩ সেটে হারিয়ে ফাইনালে উঠেন অলিম্পিকে খেলে আসা দিয়া। 

যদিও ফাইনালে উঠতে বেশ ঘাম ঝরাতে হয়েছিল নাসিরকে। কোয়ার্টার ফাইনালে ভারতীয় আর্চার হেমব্রম লক্ষ্মীর সঙ্গে প্রথম সেটে ৫-৫ ড্রয় হয়। পরে ১টি করে তীর ছুড়ে নাসরিন করেন ৯ এবং ভারতের হেমব্রম লক্ষ্মী করেন ৮। এতেই সেমি-ফাইনালে উন্নীত হন নাসরিন। তারপর মালয়েশিয়ার ফজি নুর আইন আয়ুনির সঙ্গে প্রথম সেটে ৫-৫ ড্র করেন। আবারও একটি তীর ছুঁড়ে ২ জনেরই স্কোর লাইন সমান ৯-৯। তবে নাসরিনের তীর ১০ এর নিকটবর্তী হওয়ায় ৬-৫ সেটে এই বাংলাদেশিকে ফাইনালিস্ট ঘোষণা করা হয়।

আফগানদের কাছে হারের পর কি ঘুরে দাঁড়াতে পারবে ওয়েস্ট ইন্ডিজ

বিপিএল ফাইনালে চট্টগ্রামের প্রতিপক্ষ হবে কে

বিশ্বকাপে জয়ের খোঁজে নামছেন পাকিস্তানের যুবারা

খই খইয়ের ডাবল, পুরুষে সেরা হৃদয়

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে