হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের পেনাল্টি না দেওয়া রেফারি ও তাঁর স্ত্রীর ‘ফেসবুক লক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে পেনাল্টি না দিয়ে তোপের মুখে রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনায় রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত। বিশেষ করে ঢাকার জাতীয় স্টেডিয়ামে তাঁর শেষ মুহূর্তে বাংলাদেশকে পেনাল্টি না দেওয়াতে সমালোচনার শিকার হয়েছেন তিনি। রেফারি ও তাঁর স্ত্রী ফেসবুক প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন।

জাতীয় স্টেডিয়ামে পরশু বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডিবক্সের মধ্যে সিঙ্গাপুরের ইরফান নাজিব ফাউল করার পর পেনাল্টির আবেদন করা হয়েছে। কিন্তু পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি দায়পুয়াত। সামাজিক মাধ্যমে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সমালোচনা থেকে দায়পুয়াত ও তাঁর স্ত্রী কেসা রুথ দুজনের ওপর শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। সেটা এতটাই তিক্ত পর্যায়ে চলে যায় যে রেফারি ও তাঁর স্ত্রী প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন। দায়পুয়াত, রুথ দুজনের ফেসবুক আইডিতে গেলে দুজনের প্রোফাইলে লক দেখা যায়। অনলাইনে ভক্ত-সমর্থকদের আক্রমণ থেকে বাঁচতেই মূলত এমনটা করেছেন রেফারি ও তাঁর স্ত্রী।

রেফারির বিতর্কিত কাণ্ড পরশু যে ম্যাচে হয়েছে, সেই বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ ছিল। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে সম্ভাব্য পেনাল্টিটা পায়নি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকেরা তখন ২-১ গোলে পিছিয়ে। এরপর শেষভাগে এসে হামজা চৌধুরী, তারিক কাজী গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই ফাহামিদুল ইসলাম, হামজা ও শমিতদের।

আরও পড়ুন:

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী