হোম > খেলা > ফুটবল

দুই ‘গ্যাব্রিয়েলে’ ভরসা রাখছেন ব্রাজিলের ডিফেন্ডার

ইংলিশ প্রিমিয়ার লিগে গ্যাব্রিয়েল জেসুস এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি দুজনেই এবার আছেন দুর্দান্ত ছন্দে। গোল করা, অ্যাসিস্ট-সবখানেই দারুণ অবদান রাখছেন এই দুই ফুটবলার। আর থিয়াগো সিলভা মনে করেন, লিগের এমন পারফরম্যান্স এই দুই ফুটবলার ব্রাজিলের জার্সিতেও দেখাতে পারবেন।

এবারের প্রিমিয়ার লিগে জেসুস, মার্তিনেল্লি দুজনেই খেলছেন আর্সেনালের হয়ে। ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগে দুজনেই খেলেছেন ১৪ ম্যাচ। জেসুস করেছেন ৫ গোল আর অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। আর মার্তিনেল্লি করেছেন ৫ গোল এবং গোল করিয়েছেন ২ টি। দল আর্সেনালও আছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ১৪ ম্যাচে গানারদের পয়েন্ট ৩৭। 

সিলভা মনে করেন, আর্সেনালের শীর্ষে থাকার পেছনে জেসুস ও মার্তিনেল্লির অবদান রয়েছে। ব্রাজিলের ডিফেন্ডার বলেন, ‘তারা আর্সেনালে কেমন খেলছে, তা তো দেখতেই পাচ্ছেন। তারা প্রিমিয়ার লিগে শীর্ষে আছে। জেসুসের সম্পর্কে তো আপনারা সবই জানেন। আর মার্তিনেল্লি তো তার পারফরম্যান্স দেখিয়েই যাচ্ছে। খেলার সুযোগ পেলে সে (মার্তিনেল্লি) ভয়ডরহীন খেলা খেলে। বিশ্বকাপে সে ভড়কাবে বলে আমি মনে করি না। সে যেভাবে পারে, খেলবে। তার বিশেষ কিছু করার সামর্থ্য রয়েছে।’ 

ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন

ব্রাজিলের জার্সিতে জেসুস এখন পর্যন্ত খেলেছেন ৫৬ ম্যাচ। করেছেন ১৯ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে কোনো গোল করতে না পারলেও একটা অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে মার্তিনেল্লি আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৩ ম্যাচ। গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি তিনি। কাতার বিশ্বকাপই তার প্রথম বিশ্বকাপ।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী