হোম > খেলা > ক্রিকেট

টানা ২৮ ওভার বোলিং করলেন সাকিব

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ওয়ানে সারের হয়ে আজ থেকে প্রথম ম্যাচ খেলছেন সাকিব আল হাসান। লাল বলে টানা লম্বা সময় বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রাখলেন কাউন্টিতেও। সমারসেটের বিপক্ষে প্রথম দিন ইতিমধ্যে ২৮ ওভার বোলিং করেছেন এই অলরাউন্ডার

টনটনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সমারসেটের অধিনায়ক লেউইজ গ্রেগরি। সারের হয়ে সাকিব বল হাতে নেন একাদশ ওভারে। এরপর টানা ওভার করে যান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১২ ওভার বল করেন। সতীর্থরা বোলাররা উইকেট পেলেও তাঁকে অপেক্ষা করতে হয় ২২তম ওভার পর্যন্ত।

৯৩ রানে তিন উইকেট হারানো সমারসেট চতুর্থ উইকেটে স্কোর বাড়াতে থাকে। টম আবেল ও টম বেন্টন গড়েন ৬৩ রানের দারুণ এক জুটি। ২২তম ওভারের তৃতীয় বলে সাকিব দারুণ এক আর্ম বলে আবেলকে ৪৯ রানে বোল্ড করে সারেকে ব্রেক-থ্রু এনে দেন।

একাদশ থেকে ৬৬তম ওভার পর্যন্ত বোলিং টানা ২৮ ওভার বোলিং করেছেন সাকিব। শেষ বিকেলে আবারও বোলিং আক্রমণে আসেন। ইনিংসে মোট ৩৩.৫ ওভার বোালিং করেছেন সাকিব, দিয়েছেন ৯৭ রান। আবেলের পর তাঁর দুর্দান্ত ঘূর্ণি জাদুর শিকার হয়েছেন সমারসেটের আরও তিন ব্যাটার—কেসি আলড্রিজ, ক্রেইগ ওভারটন ও ব্রেট র‍্যান্ডেল।

তার মধ্যে ইনিংসের ৯০তম ওভার এসে জোড়া শিকারও করেন সাকিব। ৩৭ বছর বয়সী তারকার ঘূর্ণির সামনে খাবি খাওয়া সমারসেট প্রথম ইনিংসে থামে ৩১৭ রানে। সারের হয়ে অভিষেকেই ৪ উইকেট নিয়ে দিনের নায়ক সাকিবই। প্রথম ইনিংসে সমারসেট থেমেছে ৩১৭ রানে।

আরও খবর পড়ুন:

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী