হোম > জাতীয়

কারসাজি করে পদ্মা সেতু বানানো যায় না: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘কারসাজি করে পদ্মা সেতু, মেট্রোরেল বা কর্ণফুলী টানেল নির্মাণ করা যায় না।’ আজ বৃহস্পতিবার রাজধানীতে বাজেট নিয়ে বেসরকারি সংস্থা সিপিডি আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন। 

সিপিডি রাজধানীর লেকশোর হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে। এতে পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথি ছিলেন। এ আলোচনায় অংশ নেন বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানে আমীর খসরুর করা মন্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। 

আলোচনার একপর্যায়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সরকার পরিসংখ্যান নিয়ে ‘কারসাজি’ করছে। এর অংশ হিসেবে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখাচ্ছে সরকার। 

এ বক্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কারসাজি করে পদ্মা সেতু, মেট্রোরেল বা কর্ণফুলী টানেল নির্মাণ করা যায় না। আর ঘরে ঘরে যে বিদ্যুৎ পৌঁছে গেছে বা মানুষের গড় আয়ু ৭০ পেরিয়ে গেছে, তা-ও পরিসংখ্যান কারসাজি করে অর্জন করা যায় না। সরকার উন্নয়ন করছে বলেই জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে। এভাবে দোষারোপের রাজনীতি করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।’ 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এম এ মান্নান বলেন, দেশে এখন সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অনেক বড় পরিসরে মূল্যস্ফীতির পরিসংখ্যান তৈরি করে। 

আলোচনা সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’