হোম > জাতীয়

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট ৭ এপ্রিল থেকে, কাউন্টারে মিলবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলেও জানান মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘ঈদের সময় কমলাপুরের যে পরিবেশ তৈরি হয়—এটা রেলের জন্য খুবই বিব্রতকর হয়। এখন মানুষ দুই দিন কমলাপুরে থেকেও টিকিট পায় না। সব মানুষ টিকিট পাবে না। ঈদের সময় আমাদের সব অর্জন নষ্ট হয়ে যায়। তাই অনলাইনে শতভাগ টিকেট দেওয়া হবে।’

রেলমন্ত্রী বলেন, ‘৭ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ১৭ এপ্রিল, ৮ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ১৮ এপ্রিল, ৯ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ১৯ এপ্রিল, ১০ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ২০ এপ্রিল এবং ১১ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ২১ এপ্রিল।’ ঢাকা থেকে প্রতিদিন মোট ২৫ হাজার ৭৭৮টি আসনে যাত্রী পরিবহন করা হবে।

‘আন্তঃনগর ট্রেনের শোভন শ্রেণির নন এসি মোট আসনের বিপরীতে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ঈদকে কেন্দ্র করে মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে।’

তবে ২২, ২৩ এবং ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে চাঁদ দেখার ওপর নির্ভর করা হবে বলেও জানান মন্ত্রী।

আরও খবর পড়ুন:

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন