হোম > চাকরি > সরকারি

তাঁত বোর্ডের লিখিত পরীক্ষা ১৯ জুন

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতের ১৬তম গ্রেডভুক্ত ড্রাইভার পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৯ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ মে) পরিচালক (প্রশাসন) কে এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষা আগামী ১৯ জুন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্ব রাজাবাজারে নাজনীন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর আবেদনপত্র ও আবেদনপত্রের সঙ্গে দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই করে উপযুক্ত প্রার্থীদের অনুকূলে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে।

আবেদনকৃত প্রার্থীরা প্রয়োজনে পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে অফিস চলাকালীন সময়ে বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান কার্যালয়ের প্রশাসন বিভাগ থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রার্থীদের অনুকূলে ইস্যুকৃত প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরীক্ষা ৯ জানুয়ারি

এটিইও পদের লিখিত পরীক্ষা স্থগিত

গণগ্রন্থাগার অধিদপ্তরের পরীক্ষার সূচি পরিবর্তন

যুব অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

দুদকের তিন পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পরীক্ষা স্থগিত

পরিবেশ অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৭৩

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

৪৬তম বিসিএস: বুধ ও বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত