হোম > চাকরি > সরকারি

রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন রাষ্ট্রপতির কার্যালয়ের একটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি (সোমবার) আগারগাঁওয়ের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কার্যালয়ে দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ পরীক্ষায় ৫৭ জন প্রার্থী অংশ নেবেন। একটি পদ হলো: সহকারী প্রটোকল অফিসার (১০ম গ্রেড)।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের নামে নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। অনলাইনে পাওয়া প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কোনোরূপ কাটাকাটি করলে, উত্তরপত্রে ফ্লুইড লাগালে তার প্রার্থিতা বাতিল করা হবে।

স্থানীয় সরকার বিভাগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

কনটেইনার কোম্পানিতে চাকরি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

২৯ পদে কর্মী নেবে বিএসআরআই

ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

গণগ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা ২ জানুয়ারি

চট্টগ্রাম ওয়াসায় চাকরির সুযোগ

ইসলামিক ফাউন্ডেশনের ৭ পদের লিখিত পরীক্ষা ২৬ ডিসেম্বর

২০ কর্মী নেবে খুলনা বিশ্ববিদ্যালয়, ২০তম গ্রেডে বেতন

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৮৩