অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ১৩ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ মে) প্রতিষ্ঠানটির উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুটি পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন। ৩ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষা সকাল ১০টায় ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা বেলা ২টায় তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতিপূর্বে লিখিত পরীক্ষায় ইস্যুকৃত প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। প্রার্থীদের অনুকূলে নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীদের মোবাইলে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে যথাসময়ে এসএমএস প্রেরণ করা হবে।